রায়হান সিকদার,লোহাগাড়াঃ
দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামের লোহাগাড়ায় দেড় হাজার শিক্ষার্থীর মাঝে ফলদ,বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করেছে লোহাগাড়া উপজেলা বিএনপি। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের নয়াবাজার এলাকায় শিক্ষার্থীদের হাতে এসব গাছের চারা তুলে দেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
লোহাগাড়া উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট শফিকুল আলম লিটনের সভাপতিত্বে চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন।
বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য আবুল হাশেম, উপজেলা যুবদলের আহ্বায়ক সাব্বির আহমদ,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শোয়াইবুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক রিয়াদ হোসেন, চরম্বা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক মমতাজুর রহমান,চরম্বা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সায়েম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন বলেন, গাছ আমাদের নীরব বন্ধু। তারা আমাদেরকে প্রতিনিয়ত কত যে উপকার করছে তা একবার ভেবে দেখলে অনুধাবন করা যায়।প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গাছই আমাদেরকে বেঁচে থাকার রসদ যোগায়।জীবনের প্রায় প্রতিটি ধাপেই আমাদের রয়েছে গাছপালার প্রয়োজনীয়তা। তাই বনায়ন বা বৃক্ষ রোপন আমাদের জীবনের জন্য অত্যন্ত জরুরী। জলবায়ুর পরিবর্তন মানবসৃষ্ট দূর্যোগের কারণে দেশের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী বৃক্ষরোপণের মাধ্যমে দেশে আবারও সবুজ বিপ্লব ফেরাতে হবে।