রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
লোহাগাড়ায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী লোহাগাড়ায় পূজা মন্ডপ পরিদর্শনে জামায়াত নেতারা লোহাগাড়ায় পূজা মণ্ডপ পরিদর্শন পরিদর্শনে বিএনপির নেতারা শফিকুর রহমান একজন আদর্শবান শিক্ষক, তাঁর শূন্যাতা সহজে পূরণ হবেনা লোহাগাড়ায় পূজা মন্ডপ পরিদর্শনে উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন লোহাগাড়ায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান লোহাগাড়ায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন চুনতি বন্যপ্রাণী অভয়ারন্যে ২একর বনভূমি উদ্ধার লোহাগাড়ায় দুর্গোৎসবকে ঘিরে ১১১টি পূজামণ্ডপে সাজ সাজ রব লোহাগাড়ায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুষ্কৃতকারীদের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত

কক্সবাজার উপজেলায় রোহিঙ্গা শরণার্থী দুষ্কৃতকারীদের গুলিতে নিহত, নিহত শরণার্থীর নাম শফিউল্লাহ শফিক বয়স (৩৮) তিনি ছিলেন রোহিঙ্গা নেতা মাঝি। (২৬ ডিসেম্বর) সোমবার সকাল সাড়ে ১০টায় উখিয়ার বালুখালী ক্যাম্প-৮ ইস্টে এই ঘটনা ঘটে।

শফিউল্লাহ শফিক বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের মৃত মোহাম্মদ ছিদ্দিকের ছেলে। তিনি ওই ক্যাম্পের বি-ব্লকের প্রধান মাঝি।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফারুক আহমেদ জানান সকালে নিজের ক্যাম্পের একটি মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠান শেষে ফিরছিলেন শফিক। এ সময় একদল দুষ্কতিকারী তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। খবর পেয়ে এপিবিএনের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কতিকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় এপিবিএনের অভিযান চলছে।

উখিয়ার বালুখালী কতুপালং ক্যাম্প-৮ ইস্টে মোহাম্মদ ইকবাল জানান শফিউল্লাহ মাঝি ক্যাম্পে  আরসা’র (আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি) বিরোধে সব বসময় সোচ্চার ছিলেন। হয়তো সেখানে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপ আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ