Logo
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন

তেলের ট্যাংকিতে ৩৫ হাজার ইয়াবা পাচারকালে লোহাগাড়ায় মাদক কারবারী আটক

রায়হান সিকদার,লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়ায় এক মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৩৫হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

আটককৃতের নাম ইসমাইল (৫০)। সে কক্সবাজার টেকনাফ পৌরসভা গুদারবিলের আব্দুস সালামের পুত্র।

লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জানুয়ারী বেলা ১২টার দিকে থানা পুলিশের বিশেষ টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমূখী প্রাইভেটে কার ঢাকামেট্রো-গ ৩৩-৭৫২৩ তে তল্লাশি করে সিটের নিচে তেলের ট্যাংকিতে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৩৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী ইসমাঈলকে আটক করে। আটককৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৫ লক্ষ টাকা।এ ব্যাপারে তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ