সিএসপি ডেস্ক:
নগরের রেয়াজউদ্দীন বাজারের ফলমন্ডি এলাকায় তরমুজের দোকানে মূল্য তালিকা না থাকায় জরিমানা দিতে হলো দুই দোকানিকে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে নগদ ৩০ হাজার টাকা জরিমানা করে।
মঙ্গলবার (১৯ মার্চ) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিচালক মো. ফয়েজ উল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ফয়েজ উল্লাহ বলেন, নগরীতে তরমুজ বিক্রয়ের প্রতিষ্ঠানগুলোতে তদারকি করা হয়। তদারকিকালে মূল্য তালিকা সংরক্ষণ না করায় প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়েছে।
এসময় তারা ক্রয় রশিদ ও বিক্রয় রশিদ দেখাতে পারে নাই। মূল্য তালিকা সংরক্ষণ না করে বিক্রেতারা ইচ্ছেমতো দাম নেন। বাজারে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করে। আমরা একজন ভোক্তার কাছে তথ্য পেয়েছি একটু আগে তার কাছ থেকে এক পিচ তরমুজ ৮শত টাকা চেয়েছেন। তারই মূল্য তালিকা নাই আর মূল্য তালিকা না থাকায় এরকম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
এদিকে ফলমন্ডি এলাকায় ফ্লাইওভারের নিচে খোলা জায়গায় বেশ কয়েকটি তরমুজের দোকান দেখা গেছে। সেখানেও কোনও মূল্য তালিকা দেখা যায়নি। তবে ওই সব দোকানগুলোতে ভোক্তাধিকারের পক্ষ থেকে কোনও অভিযান পরিচালনা করতে দেখা যায়নি।
ফ্লাইওভারের নিচে এসব দোকানে অভিযান পরিচালনা না করায় ক্ষোভ প্রকাশ করেছেন ফলমন্ডি মার্কেটের দোকানিরা।
সিএসপি/বিআরসি