রায়হান সিকদার,লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম ফুটবল টুর্ণামেন্টের প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে৷
সোমবার ( ২ ডিসেম্বর ) বিকালে কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রস্তুুতি সভায় প্রধান অতিথি ছিলেন এলডিপি লোহাগাড়া উপজেলা সভাপতি, পদুয়া ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত আলী চৌধুরী।
উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা এলডিপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আহমদ কবির, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কামাল উদ্দিন,লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আবু বক্কর,বান্দরবান ফুটবল এসোসিয়েশনের সদস্য নাছির নাছির উদ্দিন,সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন,বার আউলিয়া ডিগ্রী কলেজের ক্রীড়া শিক্ষক মোঃ আলমগীর, মাস্টার নাছির উদ্দিন,ইফতেখারুল আজম টুটুল,বাফুফে সদস্য নাছির উদ্দিন, এলডিপির নেতা মনু, এলডিপির নেতা একরাম হোসেন, জাহাঙ্গীর আলম, নুরুল আলম,ক্রীড়ামোদি ব্যক্তি মোজাফ্ফর আহমদ, জিয়াউর রহমান,মুরসেল মাহমুদ এবং গনতান্ত্রিক যুবদলের সভাপতি শাহজাদা মিয়া।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এসএম চিশতি।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা এলডিপি,বিভিন্ন ইউনিয়নের এলডিপির নেতারা ও ক্রীড়ামোদী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, শীগ্রই উদ্বোধনী খেলার তারিখ জানানো হবে, তবে সম্ভাব্য তারিখ ২৮ এবং ৩০ ডিসেম্বর। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্ণেল (অবঃ) অলি আহমেদ বীর বিক্রম।