Logo
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন

ডা: তাহমিনা সোলতানা ডেজি`র তত্ত্বাবধানে সিজার ছাড়াই একসঙ্গে তিন সন্তানের জন্ম

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সাউন্ড হেলথ হাসপাতালে মহিলা ও গাইনী রোগের চিকিৎসক ডা: তাহমিনা সোতলান ডেজী’র চিকিৎসা সেবা ও সার্বিক তত্ত্বাবধানে সিজার ছাড়াই একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন লাকী আক্তার (২৪) নামে এক প্রসূতি।

মঙ্গলবার (০৫ নভেম্বর) ভোরে নরমাল ডেলিভারিতে তিনি ওই তিন নবজাতকের জন্ম দেন। তিন নবজাতক সবাই ছেলে ও তারা সুস্থ রয়েছে।প্রসূতি লাকী আক্তার বান্দরবানের লামা উপজেলার আজিজনগর এলাকার নাজিম উদ্দীনের স্ত্রী।

হাসপাতাল সূত্র জানায়, ডাঃ তাহমিনা সোলতানা ডেজী’র সার্বিক তত্ত্বাবধানে ও চিকিৎসা সেবায় তিন নবজাতকের সুস্হভাবে সিজার ছাড়ায় নরমাল ডেলিভারি হয়েছে।

তিন সন্তানের মা লাকি আকতার বলেন, ‘নরমাল ডেলিভারিতে আমি একসঙ্গে তিন পুত্র সন্তানের মা হতে পেরেছি। এতে আমি অনেক খুশি।’ আমা‌দের তিন পুত্র সন্তানদের জন্য সবাই দোআ কর‌বেন যেন তারা সুস্থ থা‌কে। তিনি আরও বলেন,আমরা আর্থিকভাবে দুর্বল তাই ডাক্তারের আন্তরিক প্রচেষ্টায় ‘নরমাল ডেলিভারিতে আমাদের একসঙ্গে তিন ছেলে সন্তান হওয়ায় আমরা অনেক খুশি।

ডাঃ তাহমিনা সোলতানা ডেজি জানান, প্রসূতি লাকি আকতার দরিদ্র। তার স্বামীকে নিয়ে আমার চেম্বারে আসে। তারা খুব ভয়ের মধ্যে ছিল। তাদের কে আমি নরমাল ডেলিভারি করার আশ্বাস দিয়েছিলাম। মহান আল্লাহর রহমতে লাকি আকতার সিজার ছাড়াই তিন পুত্র সন্তানের জন্ম দেয়।নরমাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা হওয়ার পর থেকেই মা এবং বাচ্চারা উভয়েই সুস্থ আছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ