নিজস্ব প্রতিবেদক:
নগরের কর্ণফুলী থানার শাহ আমানত ব্রিজ এলাকা থেকে ২৯ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলেন-ইমতিয়াজ উদ্দিন ইমন (২৬), বিউটি বেগম (৩৫) ও হামিদা (৩৫)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শরীফ-উল-আলম সিএসপি নিউজকে জানান, একটি যাত্রীবাহী বাসযোগে গাঁজা নিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৫ জুন) সকাল পৌনে নয়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাড়ি তল্লাশি শুরু করা হয়। এসময় একটি আন্তঃনগর বাসকে থামানোর সংকেত দিলে বাস থেকে নেমে পালিয়ে যাওয়ার সময় ইমতিয়াজ উদ্দিন ইমন, বিউটি বেগম ও হামিদাকে আটক করা হয়।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে তাদের হেফাজতে থাকা ট্রাভেল ব্যাগের ভেতর দুটি প্লাস্টিকের বস্তা থেকে ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটকৃতরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে বিশেষ কৌশলে মাদকদ্রব্য বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম মহানগর এবং কক্সবাজার জেলার বিভিন্ন মাদকব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।
সিএসপি/বিআরসি