রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় চালভর্তি একটি ট্রাকের চাপায় মো. সোহেল (২২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টার দিকে উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল কক্সবাজারের চকরিয়া উত্তর হারবাং কলাতলি এলাকার মৃত মোস্তাক আহমেদের ছেলে।
আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীন জানান, ঘটনার দিন সকালে সরকারি বরাদ্দকৃত চাল নিয়ে একটি মিনিট্রাক ইউনিয়ন পরিষদ চত্বরে আসেন। এসময় গাড়িটি পেছনে নেয়ার সময় ওই শ্রমিক গাড়ির পেছনের অংশ এবং পাশ্ববর্তী পিলারের সাথে চাপা পড়েন। তাকে ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. সাদিকুল আলম বলেন, সোহেল হাসপাতালে আনার পূর্বেই মারা যান।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্তসাপেক্ষে আইনগত পদক্ষেপ নেয়া হবে।