উখিয়া প্রতিনিধি:
টেকনাফের নাফ নদী দিয়ে আরও ১৩ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বিজিপি এপারে অনুপ্রবেশ করেছে।
বর্তমানে তারা কোস্টগার্ডের হেফাজতে রয়েছে। এরপর নিরস্ত্র করে নাইক্ষ্যংছড়ি বিজিবির নিকট হস্তান্তর করা হয়।
বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত থেকে শুক্রবার সকাল ১১টা পর্যন্ত টেকনাফের নাফ নদী পাড়ি দিয়ে আরও ১৩ জন মিয়ানমার সীমান্তরক্ষী বিজিপি পালিয়ে এসেছেন।
তিনি আরও জানান, মিয়ানমারে গৃহযুদ্ধ পরিস্থিতির কারণে এর আগে বেশ কয়েক দফায় বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন ৩ শত ৩০ জন। যাদেরকে গত ১৫ ফেব্রুয়ারি মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছিল।
সিএসপি/বিআরসি