টেকনাফ প্রতিনিধি:
টেকনাফের বাহারছড়ায় অভিযান চালিয়ে ৪৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি দল বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টার দিকে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়াঘাট এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।অভিযান চলাকালীন কচ্ছপিয়া ঘাট সংলগ্ন ঝাউবনে কতিপয় ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ডের দল তাদেরকে টর্চ লাইট ও বাঁশির মাধ্যমে থামার সংকেত দেয়।
তারা কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে ঝাউবনের অভ্যন্তরে একটি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বস্তাটি তল্লাশি করে ৪৫ হাজার পিস ইয়াবা ও একটি দেশীয় অস্ত্র (রামদা) জব্দ করা হয়।
জব্দকৃত ইয়াবা ও দেশীয় অস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
সিএসপি/বিআরসি