বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
লোহাগাড়ায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় চোরাইকৃত ৩টি সিএনজি উদ্ধার,আটক ১ কলাউজান আদার চর ইমাম আবু হানিফা (রহ.) আদর্শ মাদ্রাসার হিফজ বিভাগের অভিভাবক সম্মেলন পদুয়া ইউনিয়ন শ্রমিকদলের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীরা প্রতিটি পুজামন্ডপে পাহারায় থাকবেঃ নাজমুল মোস্তফা আমিন বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে লোহাগাড়ায় র‍্যালি ও আলোচনা সভা ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য যারা সংগ্রাম করেছেন,চ্যালেঞ্জ করে ইসলামের শ্রেষ্টত্ব প্রমাণ করতে পেরেছেনঃ সাবেক সাংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন লোহাগাড়ার সন্তান ডাঃ মাহমুুদুর রহমান লোহাগাড়ায় ১৮দিন ব্যাপী ১৮হাজার ছাগল ও ভেড়াকে বিনামূল্যে পিপিআর টিকা ক্যাম্পেইন মাইজবিলা অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের প্রাত্তন ছাত্র পরিষদের আহবায়ক কমিটি গঠন

টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ আটক ১

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ মোঃ আরমান নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে  র‌্যাব।

বুধবার (২২ মে) এ অভিযান পরিচালনা করে র‌্যাব। আটক আরমান টেকনাফ সদরের শীলবনিয়াপাড়ার সৈয়দ আলমে ছেলে।

বৃহস্পতিবার (২৩ মে) ‌র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানায়, আমাদের কাছে গোপন খবর আসে হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ রঙ্গীখালী এলাকায় কতিপয় ইয়াবা ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে গত ২২ মে আড়াইটায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় মো. আরমান নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এ সময় জিজ্ঞাসাবাদে তার অপর একজন সহযোগী কৌশলে দ্রুত পালিয়ে যায় বলে স্বীকার করে। পরে দেহ তল্লাশী করে তার ডান হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক আরমান জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় সঙ্গে জড়িত। ইয়াবা পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে নিজেদের হেফাজতে মজুদ করে থাকে। পরবর্তীতে অভিনব পন্থায় উখিয়া থেকে কক্সবাজারের বিভিন্ন জায়গায় নিয়ে এসে বিক্রয় করে থাকে বলে জানায়।

তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থার জন্য টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলেতিনি জানান।

সিএসপি/বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ