টেকনাফ প্রতিনিধিঃ
টেকনাফের সাবরাং ইউনিয়নে ছনের ঝুপড়ি ঘরে লাগা আগুনে অগ্নিদগ্ধ হয়ে আবুল হোসেন (৭২) নামের এক রোহিঙ্গা বৃদ্ধ নিহত হয়েছে।
নিহত আবুল হোসেন, আব্দুস সালামের ছেলে। তিনি আনুমানিক ২০/২৫ বছর আগে মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছে বলে জানা যায়।
সোমবার (৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
টেকনাফ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উপজেলার সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মগপাড়া এলাকায় একটি ছনের ঘরে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে যায় এবং বৃদ্ধ আবুল হোসেন ছনের ঘর থেকে বের হতে না পারায় আগুন পুড়ে মারা যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন সিএসপি নিউজকে বলেন, নিহত আবুল হোসেন রোহিঙ্গা। ফায়ার সার্ভিস আসার আগেই মৃত্যু হয় তার।
সিএসপি/বিআরসি