সিএসপি ডেস্ক:
নগরের ষোলশহর থেকে ১০ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়।
সোমবার (১৮ মার্চ) ষোলশহর রেল স্টেশনের গ্রিনভ্যালী আবাসিক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, সিএমপির পাঁচলাইশ মডেল থানার এসআই দীপক দেওয়ান, এসআই ইমাম হোসেনের নেতৃত্বে নগরের পাঁচলাইশ থানার ষোলশহর রেল স্টেশন সংলগ্ন গ্রিনভ্যালী আবাসিকের মুখে জনৈক ফারুকের জুয়ার বোর্ডে অভিযান চালায়। জুয়া খেলার সময় সরঞ্জাম ও নগদ টাকাসহ তাদের আটক করা হয়।
পুলিশ আরও জানায়, আটকৃতদের বিরুদ্ধে সিএমপির পাঁচলাইশ মডেল থানার নন এফআইআর প্রসিকিউশন মামলা করা হয়েছে।
সিএসপি/বিআরসি