শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে স্মৃতিস্তম্ভে জুতা পায়েই পুস্পস্তবক অর্পণ করতে গেলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। এ সময় আরও কয়েকজনকে জুতা পায়ে ‘শ্রদ্ধা নিবেদন’ করতে দেখা গেছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। দিনের প্রথম প্রহরে ১২.১ টায় বন্দরের জলসীমানায় অবস্থিত সকল জাহাজ ও জলযানগুলো থেকে একনাগাড়ে ১ মিনিট ধরে হুইসেল বাজানো এবং বন্দর চ্যানেলে অবস্থানরত জাহাজ ও জলযানগুলোকে রঙিন পতাকায় সাজানো হয়।
জানা গেছে, সকাল সাড়ে ৮টায় বন্দর রিপাবলিক ক্লাবের স্মৃতিস্তম্ভে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ অন্যান্যরা জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন গ্রহণ করেন। এরপর শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, স্মৃতিস্তম্ভে কেউ কেউ জুতো-স্যান্ডেল খুলে উঠলেও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহানসহ আরও কয়েকজনকে জুতা পায়েই সেখানে উঠতে দেখা গেছে। বন্দর কর্তৃপক্ষের একাধিক বোর্ড সদস্যকেও একই কাজ করতে দেখা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছা জানিয়ে উপস্থিত একজন বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। যাদের কারণে আমরা স্বাধীন দেশ পেয়েছি, তাদের যদি সম্মান দিতে না পারি তাহলে জাতি আমাদের কাছ থেকে কী শিখবে?’
বিজয় দিবস উপলক্ষে বন্দর কর্তৃপক্ষ আয়োজিত অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রর্দশন, সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেলে শহীদ প্রকৌশলী সামশুজ্জামান স্টেডিয়ামে চবক অফিসার্স এসোসিয়েশন ও চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ এবং মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও বন্দর রিপাবলিক ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।