নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের জন্য পূর্ণাঙ্গ কমিটি ও মজলিশে শুরা গঠন সম্পন্ন হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আমির এডভোকেট আনওয়ারুল আলম চৌধুরী।
উপজেলা জামায়াতের রুকনদের প্রত্যক্ষ ভোটে আমির হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী। মজলিশে শুরার সভায় মনোনীত কমিটির অন্যান্য সদস্যরা হলেন ;-অধ্যক্ষ হাফিজুল হক নিজামী নায়েবে আমীর, অধ্যাপক মাওলানা আবুল কালাম – সেক্রেটারি, অধ্যাপক আবু তাহের – এসিস্ট্যান্ট সেক্রেটারি, অধ্যক্ষ আ ন ম নোমান – এসিস্ট্যান্ট সেক্রেটারি মাষ্টার আব্দুস সালাম – এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সলিম উল্লাহ – সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জালাল আহমদ – সদস্য অধ্যাপক মুহাম্মদ হাসান – সদস্য মাওলানা জসিম উদ্দিন – সদস্য মাওলানা শামীম আক্তার – সদস্য মাওলানা আ ক ম হামিদুল হক- সদস্য মাওলানা জহির মুহাম্মদ শামসুদ্দিন – সদস্য কাজ্বী নুরুল আলম – সদস্য মাওলানা সৈয়দ আহমদ – সদস্য।
শুরার অন্যান্য সদস্যরা হলেন;- মাওলানা শামসুল আলম হেলালী,ডা.সিদ্দিক আহমদ, মাওলানা আব্দুল কাদের, অধ্যাপক মুহাম্মদ হেলাল উদ্দিন, মাওলানা মহিউদ্দিন, মুনির আহমদ।