আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর-পাহাড়তলী-খুলশী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু বলেছেন, আমি আপনাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নসহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যেতে চাই। আমার নির্বাচনী এলাকায় অসমাপ্ত কাজ সম্পন্ন করতে এবং একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট নগরে পরিণত করতে জনগণের সেবায় নিজের জীবনকে উৎসর্গ করতে চাই। শ্রমিকদের শ্রম ও কর্মদক্ষতার উপর নির্ভর করছে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি। মাননীয় প্রধানমন্ত্রী শ্রমিক সমাজের উন্নয়নে খুবই আন্তরিক। যারা দেশের উন্নয়নে বিশ্বাসী নয় তারা নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আগামী ৭ জানুয়ারী আপনারা স্বপরিবারে কেন্দ্রে উপস্থিত হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখবেন। উপর দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখেই আগামী নির্বাচনে সবাইকে নিয়েই আবারও নৌকাকে বিজয়ী করবো, ইনশাআল্লাহ।
২৬ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় জননেতা মহিউদ্দিন বাচ্চুর সমর্থনে নগরীর লালখান বাজারস্থ প্রধান কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগের আয়োজনে শ্রমিক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি বখতিয়ার উদ্দীন খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আকতার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
আয়োজিত শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন নগর শ্রমিক লীগ নেতা শেখ লোকমান হোসেন, উজ্জ্বল বিশ্বাস, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ দিদারুল আলম দিদার, মোহাম্মদ ওসমান গনি, আমির হোসেন বাচ্চু, আবুল কালাম আজাদ (কাঁকন), মোহাম্মদ সরওয়ার আলম, আনোয়ার মাঝি, মোহাম্মদ আজগর আলী, ইদ্রিস কেরানী, মোহাম্মদ ইলিয়াছ, মজিবুর রহমান, মোহাম্মদ আলী উদ্দীন, অনিক, জিকু, আজগর আলী তালুকদার, প্রবীর ঘোষ, অরুন বাবু, মোহাম্মদ হাছান, শফিকুল ইসলাম ফারুক প্রমুখ।