Logo
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম:

জাতীয় শিক্ষা সপ্তাহ উপজেলার সেরা রোভার স্কাউট নির্বাচিত বার আউলিয়া কলেজের শিক্ষার্থী মিনহাজ

রায়হান সিকদার,লোহাগাড়াঃ

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪-এ স্কাউট প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছেন বার আউলিয়া ডিগ্রী কলেজের ইন্টার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ মিনহাজ।

৯ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে ইউএনও মুুহাম্মদ ইনামুল হাছানের কাছ থেকে সেরা রোভার স্কাউটের পুরুস্কার গ্রহণ করেন মোঃ মিনহাজ। তিনি বার আউলিয়া ডিগ্রী কলেজ রোভার স্কাউট গ্রুপের ক্রু কাউন্সিল কমিটির সাধারণ সম্পাদক।

এ সময় বার আউলিয়া ডিগ্রি কলেজ রোভার স্কাউট লিডার মোঃ আলমগীর উপস্থিত ছিলেন।

শ্রেষ্ট রোভার স্কাউটে পুরুস্কার,প্রাপ্ত মোঃ মিনহাজ তার অনুভূতি ব্যক্ত করে চট্টগ্রাম সংবাদ প্রতিদিনকে জানান, আমি প্রথমে মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করছি। কলেজের রোভার স্কাউট লিডার স্যার আমাকে সবসময় সাহস দিতেন,অনুপ্রেরণা দিতেন। আমার কাছে এ অর্জন অনেক বড় প্রাপ্তি। কলেজের শিক্ষক-শিক্ষিকা ও সবার কাছে চিরকৃতজ্ঞ। বিশেষ করে উপজেলা নির্বাহী অফিসার স্যারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বার আউলিয়া ডিগ্রি কলেজ রোভার স্কাউট লিডার মোঃ আলমগীর চট্টগ্রাম সংবাদ প্রতিদিনকে জানান,জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৪ লোহাগাড়া উপজেলার শ্রেষ্ঠ রোভার স্কাউট নির্বাচিত হওয়া আমরা সত্যিই অনেক আনন্দিত। সবসময় আমাদের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে গুরুত্ব দিয়ে থাকি। তার মধ্যে অন্যতম হলো স্কাউট।আমরা শিক্ষার্থীদের মধ্যে স্কাউট আন্দোলন ছড়িয়ে দিচ্ছি, যাতে করে তারা পড়াশোনার সাথে সাথে সঠিক শিক্ষা গ্রহন করে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হয়ে গড়ে উঠতে পারে। এরই ধারাবাহিকতায় আমাদের ছাত্র মোঃ মিনহাজ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছে। আমরা তার মঙ্গল কামনা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ