লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় কৃষি জমির টপসয়েল কাটার দায়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মাটির টপসয়েল কাটার দায়ে তিনজনকে মোট ৪লাখ ৫০হাজার টাকা জরিমানা করা হয় এবং ৪টি গাড়ি জব্দ করা হয়।
৩০ডিসেম্বর রাতে ভ্রাম্যমান আদালতে এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।
অভিযানকালে বাংলাদেশ সেনাবাহিনী,থানা পুলিশ,আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান জানান, লোহাগাড়ায় কোন ধরণের মাটি,পাহাড় কাটা ও বালু উত্তোলনে ছাড় নেই। উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে। গভীর রাতে অভিযান পরিচালনা করে মাটির টপসয়েল কাটার দায়ে উপজেলার কলাউজান ইউনিয়নের উত্তর কলাউজান এরশাদ হোসেনকে ২লাখ টাকা, পদুয়ায় জুনাইদকে ৫০হাজার টাকা, আমিরাবাদে আবদুল মমিনকে ২লাখ টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা দেওয়া হয় এবং রাজঘাটা ও পদুয়া থেকে ডাম্প ট্রাক ও গাছের গাড়ী আটক করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ৩০ডিসেম্বর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে থানা প্রশাসন, উপজেলার ভূমি অফিসের কর্মকর্তারা,ইউপির সকল প্যানেল চেয়ানম্যানকে সাথে নিয়ে অবৈধ মাটি,পাহাড় কাটা ও বালু উত্তোলন বন্ধে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান। সাথে ছিলেন লোহাগাড়ার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম,লোহাগাড়া থানার ওসি মোঃ আরিফুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনী,থানা পুলিশ, আনসার,গ্রাম পুলিশ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। সভায় অবৈধ মাটি,কাটা,পাহাড় কাটা বন্ধ ও বালু উত্তোলন বন্ধে কঠোরভাবে সিদ্ধান্ত গৃহিত হয়। লাইসেন্স নাম্বারবিহীন,মালিকানা কাগজ বিহীন ডাম্পার ও স্কেভেটর জব্দকরণ, কৃষি জমির টপসয়েল, পাহাড় কর্তন,অবৈধ বালু উত্তোলন বন্ধ করার জন্য মনিটরিং কমিটি গঠন এবং কৃষি জমির টপসয়েল, পাহাড় কর্তন,অবৈধ বালু উত্তোলন বন্ধ করার জন্য বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।