শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অগ্রগণ্য ভূমিকা পালন করছেন বাংলাদেশ ছাত্রলীগ।
প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাহাড়তলী থানা ছাত্রলীগের সাংগঠনিক-সম্পাদক সিরাজুল ইসলাম আকাশ এর উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের যুব সংগঠক মনোয়ার-উল আলম চৌধুরী নোবেল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মাহমুদুল করীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা ছাত্রলীগের সাংগঠনিক-সম্পাদক শেখ আরদীন তৌহিদ, কোতোয়ালি থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ-সম্পাদক ইমরান হোসেন সাজেন, পাহাড়তলী থানা ছাত্রলীগের উপ তথ্য ও গবেষণা সম্পাদক আরাফাত হোসেন বিজয় , উপ ক্রীড়া সম্পাদক ইমতিয়াজ উদ্দিন আকিল সহ প্রমুখ।