Logo
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৯:১২ অপরাহ্ন

চুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার

রাঙ্গুনিয়া প্রতিনিধি:

কাপ্তাই সড়কে চুয়েটের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক শাহ আমানত বাসের চালক তাজুল ইসলামকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে  নগরীতে  অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়৷

চালক তাজুল গ্রেপ্তার হওয়ায় শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। তবে বাকী দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তারা।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্ত্তী জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে মহানগর এলাকা থেকে ঘাতক বাস চালককে গ্রেপ্তার করা হয়েছে। চুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় তাকে এবং বাসের হেল্পারকে বিবাদী করে সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের হয়েছিল। এই মামলায় চালককে আইনি প্রক্রিয়া শেষে জেল হাজতে পাঠানো হবে।

এদিকে এই ঘটনায় তৃতীয় দিনের মতো চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করে আন্দোলন করছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল নয় দফা দাবিরর কথা বলা হলেও তার সাথে আরও এক দফা দাবি যোগ করেছেন তারা। আন্দোলন নিয়ে কটুক্তি করা হয়েছে এমন দাবিতে সুমন দে নামে চুয়েটের এক শিক্ষকেরও অপসারণ দাবি করছেন শিক্ষার্থীরা। তাদের দেওয়া এই দশ দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

সিএসপি/বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ