Logo
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন

চুরি হওয়া স্বর্ণের গলিত বার ও টাকা উদ্ধার, গ্রেফতার ১

সিএসপি ডেস্কঃ

চান্দগাঁওয়ে চুরি হওয়া গলিত স্বর্ণের বার ও স্বর্ণ বিক্রয়ের নগদ ৪ লাখ ২ হাজার টাকা উদ্ধারসহ লিটন চক্রবর্তী (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রোববার (১০ মার্চ) দুপুরে চান্দগাঁও থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ফেব্রুয়ারি মাসের ২০ তারিখ রাতে অজ্ঞাতনামা চোর মীর মোহাম্মদ সম্রাট বাবর হোছাইনের চান্দগাঁও আবাসিকের শাখাওয়াত ভিলার ৫ম তলার বাসার জানালার গ্রিল কেটে প্রবেশ করে নগদ ২২ লাখ টাকা, ১৯ ভরি স্বর্ণালংকার ও ১টি আইফোন চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় চাঁন্দগাও থানার মামলা দায়ের করা হয়।

ফেব্রুয়ারি মাসের ২৭ তারিখ ওই মামলা সংক্রান্তে তদন্তে প্রাপ্ত আসামি নুরুল হক বাবুকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছিল।

চান্দগাঁও থানায় উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মুহাম্মদ আলম খাঁন সিএসপি নিউজকে বলেন, গতকাল রাতে নগরের হাজারী গলি থেকে আসামি লিটন চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, ওই আসামির দেয়া তথ্য মোতাবেক পৃথক পৃথক অভিযান পরিচালনা করে জেলার বোয়ালখালী থানা এলাকা থেকে মামলার ঘটনায় চুরি হওয়া স্বর্ণের ১টি গলিত বার, যার ওজন অনুমান ২ ভরি এবং স্বর্ণ বিক্রয়ের নগদ ৪ লাখ ২ হাজার টাকা উদ্ধার করা হয়।তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

সিএসপি/বিআরসি

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ