নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়ার চুনতিতে রাতের আঁধারে বাগানের গাছ কেটে চুরি করার অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের সুফিনগর মলই কাটা এলাকায় এই ঘটনা ঘটে।
এদিকে, রোববার (২৯ সেপ্টেম্বর) উল্টো সংবাদ সম্মেলন করে ভূক্তভোগীদের ফাঁসানোর চেষ্টা করছে অভিযুক্তরা।
ভূক্তভোগী খোরশেদ আলম জানান, প্রায় এক বছর পূর্বে সুফিনগর মলই কাটা এলাকায় জনৈক ছিদ্দিক আহমদের সৃজিত গাছ বাগান ক্রয় করেন। অভিযুক্তরা প্রায় সময় উক্ত বাগান থেকে রাতের আঁধারে গাছ কেটে চুরি করে নিয়ে যায়। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর দিনগত রাত ১২টা থেকে পরদিন ভোর সাড়ে ৫টা পর্যন্ত ভূক্তভোগীর বাগান থেকে রাতের আঁধারে গাছ কাটে অভিযুক্তরা। পরে কর্তনকৃত গাছগুলো চুনতি শাহ ছাহেব গেইট সংলগ্ন আঙ্গুর মিস্ত্রির করাতকলে নিয়ে আসে। খবর পেয়ে করাতকলে গিয়ে গাছ কাটার সাথে জড়িত দুই জনকে হাতেনাতে ধরে ফেলি। পরে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে শালিসী বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত মতে বিষয়টি সমাধানও হয়ে যায়।কিন্তু রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে অভিযুক্তরা ঘটনাটি ভিন্নখাতে প্রভাবিত করতে ও ভূক্তভোগীদের ফাঁসাতে খোরশেদ আলম, তার ভাই রিয়াদ ও মোস্তাক আহমদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। যা ভূক্তভোগীদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও উল্টো ফাঁসানোর চেষ্টা করছে অভিযুক্তরা।
অপরদিকে, সংবাদ সম্মেলনে জহির উদ্দিন বাবুল বলেন, তাদের বিরুদ্ধে গাছ চুরির মিথ্যা অপবাদ দেয়া হয়েছে।তাই তারা সংবাদ সম্মেলন করেছেন।