রায়হান সিকদার,লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের লম্বা শিয়া এলাকায় এবং পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান নয়া পাড়া এলাকায় অবৈধ বালু মহালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
২৫ জুলাই বিকেলে দু স্থানে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ শাহজাহান।
এসময় চুনতি ভূমি অফিসের তহসিলদার মোঃ ইদ্রিস ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ শাহজাহান জানান, উপজেলার চুনতি ইউনিয়নের লম্বাশিয়া এলাকা অবৈধ বালু উত্তোলনে অভিযান চালিয়ে ৬০হাজার ঘনফুট বালু এবং পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান নয়া পাড়া এলাকা থেকে ২০হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।জব্দকৃত বালুগুলো নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।