Logo
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন  লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন স্কুল ছাত্র হত্যাঃ লোহাগাড়ায় ৬ জনকে আসামী করে মামলা, একজন আটক লোহাগাড়ায় শ্রমিকদলের জরুরি সংবাদ সম্মেলন ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে লোহাগাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ লোহাগাড়ায় ছুরিকাঘাতে স্কুল ছাত্র খুন লোহাগাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচি কার্যক্রম পরিদর্শনে ডেনমার্কের বিশেষ প্রতিনিধি দল সাংবাদিক নেতার পরিবারে উপর নির্যাতন! জড়িতদের বিচার দাবি সাংবাদিক মহলের দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে লোহাগাড়ায় বিএনপির আনন্দ মিছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে লোহাগাড়ায় আনন্দ মিছিল

চুনতি ডট কম ম্যারাথন দৌড় প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে মেডেল প্রদান

রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ এলাকার তরুণ, যুবকসহ সব বয়সী মানুষদের কে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি এবং শিশু-কিশোরদের ডিজিটাল গ্যাজেট (ফোন, ট্যাব, গেমিং ইত্যাদি থেকে) আসক্তি কাটিয়ে সুশৃঙ্খলতার জন্য এবং স্বাস্থ্যকর জীবন যাপনে উদ্বুদ্ধ করতে চুনতি ডট কম ম্যারাথনের উদ্যোগ নিয়েছে। ৮ ডিসেম্বর সকাল ৭টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতিতে প্রকৃতির সৌন্দর্যের লীলাভূমি খ্যাত, পাহাড় বেষ্ঠিত ইসহাক মিয়া সড়কে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চুনতি ডট কম প্রথমবারের মতো গতবছর ১০ কিলোমিটারের এ ম্যারাথন আয়োজন করেছিল। এবারও এ ম্যারাথন দৌড় প্রতিযোগীতার আয়োজন করেন। ১০ কিলোমিটার ম্যারাথনের পাশাপাশি শিশু-কিশোরদের জন্য ৫কি.মি. নতুনভাবে সংযোজন করা হয়।দৌড় প্রতিযোগিতায় লোহাগাড়া উপজেলার চুনতিসহ সারা বাংলাদেশের মানুষ অংশগ্রহণ করেছেন।একইদিন সকাল ৯টার দিকে চুনতি মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়ে মেডেল প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছান, লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের চেয়ারম্যান, শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ এজেএম সাদেক, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি অধ্যাপক,ট্রমা, অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মাহমুদুর রহমান, সমাজসেবক আলহাজ্ব ইসমাঈল মানিক, ড.মাসুদ খান,অলি উদ্দিন, হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, নঈম নিমু,সাদুর রহমান, সুরাইয়া খানম, কাজি আরিফুল ইসলাম, কাজি শরিফুল ইসলামসহ অন্যান্যরা।অনুষ্ঠান সঞ্চালনা করেন যাহেদুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ