রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ এলাকার তরুণ, যুবকসহ সব বয়সী মানুষদের কে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি এবং শিশু-কিশোরদের ডিজিটাল গ্যাজেট (ফোন, ট্যাব, গেমিং ইত্যাদি থেকে) আসক্তি কাটিয়ে সুশৃঙ্খলতার জন্য এবং স্বাস্থ্যকর জীবন যাপনে উদ্বুদ্ধ করতে চুনতি ডট কম ম্যারাথনের উদ্যোগ নিয়েছে। ৮ ডিসেম্বর সকাল ৭টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতিতে প্রকৃতির সৌন্দর্যের লীলাভূমি খ্যাত, পাহাড় বেষ্ঠিত ইসহাক মিয়া সড়কে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চুনতি ডট কম প্রথমবারের মতো গতবছর ১০ কিলোমিটারের এ ম্যারাথন আয়োজন করেছিল। এবারও এ ম্যারাথন দৌড় প্রতিযোগীতার আয়োজন করেন। ১০ কিলোমিটার ম্যারাথনের পাশাপাশি শিশু-কিশোরদের জন্য ৫কি.মি. নতুনভাবে সংযোজন করা হয়।দৌড় প্রতিযোগিতায় লোহাগাড়া উপজেলার চুনতিসহ সারা বাংলাদেশের মানুষ অংশগ্রহণ করেছেন।একইদিন সকাল ৯টার দিকে চুনতি মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়ে মেডেল প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছান, লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের চেয়ারম্যান, শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ এজেএম সাদেক, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি অধ্যাপক,ট্রমা, অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মাহমুদুর রহমান, সমাজসেবক আলহাজ্ব ইসমাঈল মানিক, ড.মাসুদ খান,অলি উদ্দিন, হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, নঈম নিমু,সাদুর রহমান, সুরাইয়া খানম, কাজি আরিফুল ইসলাম, কাজি শরিফুল ইসলামসহ অন্যান্যরা।অনুষ্ঠান সঞ্চালনা করেন যাহেদুর রহমান।