রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতিতে বেপরোয়া গতির রিল্যাক্স পরিবহনের সাথে মাইক্রোবাসের মূখোমূখী সংঘর্ষে ১০ জন নিহত হওয়া চুনতি জাঙালিয়া দুর্ঘটনা কবলিত এলাকা পরিদর্শন করেছেন দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।
২ এপ্রিল(বুধবার) দুপুরে তিনি এ দুর্ঘটনা কবলিত এলাকাটি পরিদর্শন করেন।
উপদেষ্ঠা ফারুক-ই-আজম নিহতদের প্রত্যেক পরিবারকে ৫ লক্ষ এবং আহত পরিবারকে ৩ লক্ষ টাকা অনুদান ঘোষণা দেন । আর এ অনুদানগুলো বিআরটিএ ট্রাষ্টি বোর্ডের মাধ্যমে দেওয়া হবে বলে জানান তিনি। পাশাপাশি সরকারের পক্ষ থেকেও প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।
দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক- ই- আজম জানান, অতি শীগ্রই এই মহাসড়ক নিরাপদ সড়ক করার জন্য যা করনীয় দ্রুত বাস্তবায়ন করার জন্য,সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা প্রদান করেন। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মুহাম্মদ ইনামুল হাসান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নী জেনারেল, লোহাগাড়া উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান এডভোকেট ফরিদ উদ্দিন খাঁন, উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুল লায়েল, লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমানসহ অন্যরা।
উল্লেখ্য, ২ এপ্রিল(বুধবার) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বন রেন্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে রিল্যাক্স পরিবহনের সাথে মাইক্রোবাসের মূখোমূখী সংঘর্ষে ১০ জন নিহত হন।এদের মধ্যে অধিকাংশ ঝিনাইদহ জেলার শৈলকূপা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এর আগে একই স্থানে ঈদের দিন সোমবার দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়। ১ এপ্রিল মঙ্গলবার একই স্থানে দু’টো মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৮ জন আহত হয়, সব মিলিয়ে ৩ দিনে একই এলাকা চুনতি জাঙ্গালিয়ায় নিহতের সংখ্যা ১৫ জন।