রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ একের পর এক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, ক্লাস গ্রহণ ও উপস্থিত প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে বিজয়ী শিক্ষার্থীদেরকে পুরস্কার হিসেবে ‘উইনার্স ব্যাগ’ প্রদান কার্যক্রম চমৎকারভাবে এগিয়ে নিচ্ছেন লোহাগাড়া উপজেলার শিক্ষা বান্ধব উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ। ৯ নভেম্বর বুধবার সকালে উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান চুনতি উচ্চ উচ্চ বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শন শেষে কিছু সময়ের জন্য শিক্ষার্থীদের পড়াশুনার খোঁজ খবর নেন এবং তাদেরকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে ‘এভরিডে ফাইভ ওয়ার্ডস’ এর উপর প্রতিযোগিতা আয়োজন করে অষ্টম শ্রেণির পাঁচ শিক্ষার্থী ও নবম শ্রেণির একজন বিজয়ী শিক্ষার্থীকে উইনার্স ব্যাগ প্রদান করেন। বিজয়ী ছয় শিক্ষার্থী হলেন যথাক্রমে ৮ম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া আক্তার, তাসফিয়া সোলতানা, শেখ সাবিহা খানম আফরিন, রুমা আক্তার, মারুফা বিলকিছ, ৯ম শ্রেণির শিক্ষার্থী নিশি সিকদার।
বিজয়ী শিক্ষার্থীরা পুরস্কার পেয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন৷ তারা উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের এই উদ্যোগের জন্য অশেষ কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান।
চুনতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির মুুহাম্মদ বাবর জানান, ইউএনও স্যারের এই উদ্যোগটি অসাধারণ। এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা ব্যাপকভাবে লাভবান হচ্ছে। তারা দিন দিন আত্মবিশ্বাসী হয়ে উঠছে। ভবিষ্যতে তারা অনেক ভালো করতে পারবে। উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ জানান, শিক্ষার্থীদেরকে পড়াশুনায় উৎসাহিত করা ও তাদেরকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য কয়েকটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছি। সবগুলো উদ্যোগই অত্যন্ত সুন্দরভাবে বাস্তবায়িত হচ্ছে৷ আশা করি, সকলের সহযোগিতা পেলে অচিরেই এর সুফল দেখতে পাবো৷