লোহাগাড়া ( চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন জনুর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈশম্য বিরুধী ছাত্র জনতা ও এলাকাবাসী।
সোমবার ( ১৯ আগস্ট) বিকালে চুনতি মুন্সেফ বাজার হয়ে ছাত্র জনতার একটি বিশাল মিছিল বিভিন্ন সড়ক ঘুরে ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় দুই সহস্রাধিক ছাত্র জনতা ও এলাকাবাসী।
এ সময় চুনতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন জনুকে পদত্যাগ করতে নানা স্লোগানে দেন তারা। ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা। ইতি মধ্যে ইউওএনও কে ও স্বারকলিপি প্রদান করেন ছাত্ররা ।
সমাবেশে বক্তারা বলেন, জনু চেয়ারম্যান ভোট ডাকাতির মাধ্যমে নৌকা প্রতীকের সমর্থন নিয়ে চেয়ারম্যান হওয়ায় নিজের প্রভাব খাটিয়ে অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মধ্যদিয়ে পরিষদ পরিচালনা করেছেন। সরকারি বৃক্ষ নিধন, পাহাড় কাটা ও বিভিন্ন মাধ্যমে হয়রানি করেছিলেন সাধারণ মানুষকে।অভিযুক্ত চেয়ারম্যানকে প্রত্যাহার করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা । চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু পদত্যাগ না করলে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
এদিকে ,চেয়ারম্যান জয়নাল আবেদীন জনুর মুঠোফোনে কল দিলে একটু পরে কল দিচ্ছেন বলে কেটে দেন।