Logo
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন

চুনতি ইউনিয়ন জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে কোরআন খতম ও ইফতার মাহফিল 

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে লোহাগাড়ায় চুনতি ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ শহিদুল্লাহ’র পক্ষ থেকে ইউনিয়ন জাতীয়তাবাদী দল( বিএনপি) পরিবারের উদ্যোগে খতমে কোরআন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) বিকেলে ইউনিয়নের ৮নং ওয়ার্ড  দক্ষিণ সাতগড় নতুন পাড়া জামে মসজিদ  সংলগ্ন এলাকায় এ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চুনতি ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ শহিদুল্লাহ।

এ সময় চুনতি ইউনিয়ন বিএনপি ও  ৯নং ওয়ার্ড বিএনপি,অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ও এলাকার মুরুব্বী ও যুবকরা উপস্থিত ছিলেন।

চুনতি ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ শহিদুল্লাহ বলেন,চুনতিতে বিভিন্ন ওয়ার্ডে বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা খতমে কোরআন ও ইফতার মাহফিলের আয়োজন করেছি। তারই ধারাবাহিকতায় চুনতি ৮নং ওয়ার্ডে আমাদের কার্যক্রম সম্পন্ন করেছি। বিএনপি পরিবার আপনাদের পাশে রয়েছে। চুনতির মানুষের জন্য থাকলে পারলে নিজেকে অনেক গর্ববোধ মনে করি। বিগত ১৬টি বছর এ ধরণের প্রোগ্রাম আওয়ামী লীগ সরকার করতে দেইনি। স্বাধীনভাবে আমরা এখন প্রোগ্রাম করতে পারছি। আমাদের দলীয় নেতাকর্মীরা বার বার নির্যাতনের শিকার হয়েছেন। সাবেক সফল প্রধানমন্ত্রী,  দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে দেশের বাইরে ওনার সন্তান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় রয়েছেন।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দেশে প্রত্যাবর্তনের আশাবাদ ব্যক্ত করে দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ