রায়হান সিকদার,লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়ায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত প্রবাস ফেরত আবু জাহেদ (৪০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছে নিহতের চাচাতো ভাই মুহাম্মদ নুরুচ্ছাফা।
নিহত জাহেদ উপজেলার চুনতি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাতগড় পাঠিয়াল পাড়া মৃত ছাহেব মিয়ার পুত্র এবং তিনি দু সন্তানের জনক।
পারিবারিক সুত্রে জানা যায়, গত ৩০ডিসেম্বর শুক্রবার রাত সাড়ে ৯টায় একই এলাকার হারুনের নেতৃত্বে দলবল মিলে প্রবাস ফেরত আবু জাহেদকে এলোপাতাড়ি মারধর করে গুরুত্বর রক্তাক্ত জখম করে। ঘটনার পর দ্রুত তাকে চিকিৎসার জন্য চট্টগ্রামে মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করানো হয়। ওই হাসপাতালে টানা ৪দিন চিকিৎসা শেষে মঙ্গলবার সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, আবু জাহেদের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনার পর থেকে হারুনসহ ঘটনায় জড়িতরা পলাতক রয়েছে। তাদেরকে গ্রেফতারের জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। শীঘ্রই হারুনকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও তিনি জানান।
উল্লেখ্যঃ ৩০ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় ঘটনাটি ঘটে। পরদিন আহত আবু জাহেদের স্ত্রী উম্মে সোলতানা সাদিয়া সাদেকা বাদী হয়ে হারুনসহ চারজনকে বিবাদী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।