Logo
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:১৯ অপরাহ্ন

চুনতিতে অবৈধ বালু উত্তোলনে বনবিভাগের অভিযান, ৪টি ড্রেজার মেশিন জব্দ

রায়হান সিকদার,লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় ফাজাইল্যা ঘাটা এলাকায় অবৈধ বালু উত্তোলনের দায়ে অভিযান চালিয়েছে বনবিভাগ। এসময় ৪টি ড্রেজার মেশিন জব্দ করা হয়।

৮ নভেম্বর দিনব্যাপী দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সফিকুল ইসলামের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।

অভিযানকালে সাথে ছিলেন পদুয়া সহকারী বন সংরক্ষক এটিএম আজহারুল ইসলাম, চুনতি সাতগড় বিট কর্মকর্তা শাহ আলম হাওলাদার, লোহাগাড়া থানার এসআই দুলাল বাড়ৈ, ডলুবিট কর্মকর্তা রাহুল মুনতাসিরসহ বনবিভাগের সকল বনকর্মীরা।

চুনতি সাতগড় বিট কর্মকর্তা শাহ আলম হাওলাদার জানান, আমাদের বনবিভাগের জায়গা থেকে বালু খেকোরা অবৈধ ভাবে চুনতি ফাজাইল্যা ঘাটা এলাকা থেকে বালু উত্তোলন করছিল। দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সফিকুল ইসলাম স্যারের নির্দেশনায় আমরা সহকারী বনসংরক্ষক, রেঞ্জারসহ বনকর্মীদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করে ৪টি ড্রেজার মেশিন জব্দ করেছি।

পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় ফাজাইল্যা ঘাটা এলাকায় বনবিভাগের জায়গা হতে অবৈধ বালু উত্তোলন করছিল প্রভাবশালীরা। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিনব্যাপী দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সফিকুল ইসলাম স্যারের নির্দেশনায় আমাদের সকল বনবিভাগের কর্মকর্তা, বনকর্মী ও লোহাগাড়া থানা পুলিশ সদস্যদের সাথে নিয়ে আমরা উক্ত এলাকায় অভিযান পরিচালিত করেছি। অভিযানে ৪টি বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ