নিজস্ব প্রতিবেদক:
নগরের চান্দগাঁও এলাকায় শিশু ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আফছারকে (৫৬) গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার আফছার চান্দগাঁওয়ের হামিদচর এলাকার মঞ্জু মিয়ার ছেলে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকালে সিএমবি মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, ২০০২ সালের ৭ সেপ্টেম্বর চাদগাঁওয়ের কাশেম কলোনিতে ভিকটিম শিশু তার সহপাঠীদের সঙ্গে খেলছিল। এমন সময় আফছার ভিকটিমের বাসার পূর্ব দিকে খালে নৌকা নিয়ে আসে। আফছার তাদের নৌকায় বেড়ানোর প্রলোভন দেখিয়ে নদীতে নিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর কৌশলে তার সহপাঠীদের নৌকা থেকে নদীর পাড়ে নামিয়ে দিয়ে নির্জন স্থানে নিয়ে দুই হাত বেঁধে ভিকটিম শিশুটিকে ধর্ষণ করে। শিশুটি কান্নাকাটি করলে তাকে ২০ টাকা দিয়ে বাসায় পাঠিয়ে দেয় আফছার। বিষয়টি কাউকে জানালে তাকে জবাই করে হত্যার হুমকিও দেয়। পরে বাসায় ফিরে শিশুটি কান্নকাটি করলে পরিবার বিষয়টি জানতে পেরে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আফছার পলাতক ছিল।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানায়, পুলিশ এ মামলায় অভিযোগপত্র দাখিল করে। আদালত বিচার কার্যক্রম শেষে আসামি আফছারকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। জরিমানা অনাদায়ে আরও একমাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
তিনি আরও জানান, এই মামলার ২২ বছর পর আসামি আফছারকে চান্দগাঁওয়ের সিএমবি মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।
সিএসপি/বিআরসি