সিএসপি ডেস্কঃ
নগরের চান্দগাঁও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে রিয়াদ (২৬) নামে এক যুবক নিহত হয়েছে।
এসময় সংঘর্ষে আহত হয়েছেন আটজন। এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মার্চ) বিষয়টি পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়। গতকাল বুধবার মধ্যরাতে চান্দগাঁওয়ের হামিদচর কর্ণফুলী রিভারভিউ নামে এক রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির সিএসপি নিউজকে বলেন, গত মাসে ইকবালের রেস্তোরাঁর একজন কর্মচারীকে বাবুলের অনুসারীরা মারধর করেন। ওই ঘটনায় বাবুলের বিরুদ্ধে থানায় মামলা হয়। বর্তমানে এটি তদন্তাধীন রয়েছে।
ঘটনার পরপর পুলিশ অভিযান চালিয়ে আহত বাবুল ও তাঁর সহযোগী আবদুর রাজ্জাককে নগরের একটি হাসপাতাল থেকে গ্রেপ্তার করে। সংঘর্ষে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে তিনি জানান।
সিএসপি/বিআরসি