সিএসপি ডেস্ক:
নগরের চান্দগাঁওয়ের কাঁচা বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন মডেলের ১৭টি চোরাই মোবাইলসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
আটকৃতরা হলেন-মো. রিদওয়ান (২২), মো. করিম উল্লাহ (২৮) ও নুর আলম (২৩)।
বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে বরিশাল বাজারস্থ কাঁচা বাজারের পশ্চিম পার্শ্বে আজাদ বিল্ডিং থেকে তাদের আটক করা হয়।
আটক রিদওয়ান কক্সবাজারের চকরিয়ার খুটাখালী ৪নং ওয়ার্ডের মৃত মো. ইসলামের ছেলে, মো. করিম উল্লাহ একই ওয়ার্ডের শফি উল্লাহর ছেলে এবং নুর আলমও একই ওয়ার্ডের মৃত মো. ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানার বরিশাল বাজারস্থ কাঁচা বাজারের পশ্চিম পার্শ্বে আজাদ বিল্ডিংয়ের ৩য় তলার ৮নং রুম থেকে চোরাইকৃত বিভিন্ন মডেলের ১৭টি মোবাইলসহ তিনজনকে আটক করা হয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সিএসপি/বিআরসি