নিজস্ব প্রতিবেদক:
নগরের চান্দগাঁও এলাকায় একটি ফ্ল্যাট থেকে ২৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের সাত হাজার ৮ শত ৩০ ইয়াবাসহ মো. আলমগীর (৪২) নামে একজনকে আটক করেছে র্যাব।
বুধবার (১২ জুন) দুপুরে চান্দগাঁয়ের খরমাপাড়া এলাকায় প্রবাসী টাওয়ারের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আলমগীর আনোয়ারা থানার চাপাতলী এলাকার মৃত ইউনুসের ছেলে।
র্যাব জানায়, ইয়াবা বিক্রয়েরর উদ্দেশে মজুত করছে এমন গোপন সংবাদে অভিযান চালিয়ে আলমগীরকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে সাত হাজার ৮শত ৩০টি ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৩ লাখ ৫০ হাজার টাকা। জব্দকৃত ইয়াবাসহ আটক আলমগীরকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানায়।
সিএসপি/বিআরসি