নিজস্ব প্রতিবেদক:
নগরের চান্দগাঁও থেকে চুরি হওয়া প্রাইভেটকার হাটহাজারীর ধোপপোল এলাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মো. মাহির আশফাক রোহান (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২১ মে) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, চান্দগাঁওয়ের খাজা রোডের একটি ভবনের নিচতলার পার্কিং থেকে চোরচক্র একটি প্রাইভেটকার চুরি করে নিয়ে যায়। এমন অভিযোগে এ বিষয়ে চান্দগাঁও থানায় এজাহার দায়ের করেন গাড়ির মালিক তাসফিয়া আনজুম (২৯)।
পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, তথ্যপ্রযুক্তি ব্যবহার এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ব্যাপারে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির সিএসপি নিউজকে জানান, গ্রেপ্তার ব্যক্তি মূলত ওই গাড়ির বদলী চালক ছিল। গত ১৫ মে রাত ১১টায় গাড়ির মালিক গাড়িটি বাসার পার্কিংয়ে রেখে বাসায় চলে আসে। এই সুযোগে গাড়িটি নিয়ে পালিয়ে যায় চালক। অবশেষে আজ মঙ্গলবার ভোরে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় তাকে হাটহাজারীর ধোপপোল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার শনাক্ত অনুযায়ী চুরি হওয়া প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
সিএসপি/বিআরসি