চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুর পাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গোপন সোর্সের খবরে বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে গ্রেপ্তার দুজনই ছিনতাইকারী চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন-চান্দগাঁও থানার পশ্চিম মোহরা এলাকার মৃত ছালে আহাম্মদের ছেলে মো. তসলিম (৪০) ও কক্সবাজারের টেকনাফ থানার বিডিআর ক্যাম্প সংলগ্ন ডেইলপাড়ার মৃত আহমেদ সৈয়দের ছেলে মো. হোসেন (২৩)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, গ্রেপ্তার দুজনকে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।