রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে চলন্ত মাছ বোঝাই মিনিট্রাক গাড়িতে গাছ উপড়ে পড়ে ১ জন নিহত ও ৬ জন আহত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মমহাসড়কে ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের নয়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
পদুয়া ইউপির ২নং ওয়ার্ড সদস্য মোঃ শাব্বির আহমদ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহতের পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন- হানিফ, আলভী, ওসমান, রুবেল, নজরুল ও বাপ্পী। হতাহত সকলের বাড়ি কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী উপজেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখি চলন্ত একটি মিনিট্রাকের উপর মহাসড়কের পাশে থাকা একটি মরা গাছ ভেঙ্গে পড়ে। এতে মিনিট্রাকের পেছনে থাকা ১ জন ঘটনাস্থলে নিহত হন। এতে আহত ৬ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. জামশেদ উদ্দিন গিয়াস জানান, গাছ পড়ে গুরুতর আহত ৬ জনকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এরমধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক।
দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোঃ এরফান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠালে কাউকে দেখতে পাননি।