লোহাগাড়া ( চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী চরম্বা ইউনিয়ন ছাত্র জনতা ও এলাকাবাসী।
মঙ্গলবার ( ২০ আগস্ট) বেলা ৩টার দিকে চরম্বা নয়া বাজার হয়ে ছাত্র জনতার একটি বিশাল মিছিল বিভিন্ন সড়ক ঘুরে ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় অনেক অনেক ছাত্র জনতা ও এলাকাবাসী।
এ সময় চরম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিনকে পদত্যাগ করতে নানা স্লোগানে দেন তারা। ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা।
সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারী অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অধীনে ভোট ডাকাতি নির্বাচনের মাধ্যমে চরম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্বে নেওয়া তাঁতী লীগের সাবেক সভাপতি মাওলানা হেলাল উদ্দিনসহ তার পুর্ণ প্যানেলকে ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ দাবী করেছেন।
অভিযুক্ত চেয়ারম্যানকে প্রত্যাহার করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা । চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন পদত্যাগ না করলে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও ছাত্রজনতা উল্লেখ করেন।