রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ই মার্চ বিকেলে চরম্বা জামেউল উলুম মাদ্রাসার মাঠে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি,দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য আছহাব উদ্দিন চৌধুরী।
চরম্বা ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ নুরুল হকের সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা মোঃ সেলিম উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ জামাল হোসেন।
দোআ মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান।
সভায় চরম্বা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ছৈয়দ হোসেন মেম্বার, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলা উদ্দিন বাচ্চু,পদুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোবারক হোসেন,লোহাগাড়া সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শহীদ আলম,চরম্বা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক আকতার হোসাইন, যুবদল নেতা সৌরভ উদ্দিন আবু হেনা,আমান উল্যাহ দিদারুল আলম,মহি উদ্দিন,গিয়াস উদ্দিন,ছাত্রদল নেতা সায়েমুল ইসলাম সিয়াম,আরমান, ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে দোআ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কাসেম।
সভায় বক্তারা জানান, বিএনপি গণমানুষের দল।তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ওয়ার্ড ও ইউনিয়নকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এসময় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত এবং বিএনপির চেয়ারপার্সন,সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।