লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চরম্বা শাহ্ ছোবহানিয়া আদর্শ মহিলা মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য বিশেষ খেলা ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে।
১৬ জানুয়ারি সকালে বিশেষ এ খেলা play zone এর শুভ উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম।
সভাপতিত্ব করেন চরম্বা শাহ্ ছোবহানিয়া আদর্শ মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব শাহ্ মাওলানা আবদুস সোবহান প্রকাশ বিডিআর হুজুর।
এ সময় চরম্বা শাহ্ ছোবহানিয়া আদর্শ মহিলা মাদ্রাসার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক হাজী লিয়াকত আলী বাবুল, মাদ্রাসার সুপার মাওলানা মোঃ হোসাইন, ইউপি সদস্য শওকত হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী বদিউল আলম, পরিচালনা পরিষদের সদস্য মোহাম্মদ আলী , ব্যবসায়ী কুতুব, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম, ছাত্র প্রতিনিধি মোহাম্মদ নিজাম, সামিসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
উদ্বোধন কালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম জানান,লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিহার্য। জীবনে সুখী হতে সর্বপ্রথম প্রয়োজন সুস্থ ও সবল শরীর। শরীর ও মনকে ভালো রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মধ্যে রয়েছে শরীর চালনা যা ক্রমাগত শারীরিক দক্ষতা বাড়িয়ে তোলে। খেলাধুলা মনকে সতেজ রাখে ও প্রফুল্ল রাখে। কাজেই মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য,খেলাধুলার সুন্দর পরিবেশে play zone এর উদ্যোগ নেওয়ায় মাদ্রাসা কর্তৃপক্ষকে,ধন্যবাদ জানাচ্ছি।