রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলার চরম্বা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মাইজবিলা এলাকায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছে বলে সংবাদ পাওয়া গেছে।
২৭ সেপ্টেম্বর সকাল আনুমানিক সাড়ে ১১ টায় এ ঘটনাটি ঘটেছে।নিহতের নাম অজিউল্লাহ (৫৫)। তিনি ওই এলাকার মাঝের পাড়ার গজালিয়া পুকুর সংলগ্ন মৃত আহমদ মিয়ার পুত্র।স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি চট্টগ্রাম সংবাদ প্রতিদিনকে জানান, লোকটি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।ঘটনার দিনে তাঁর ধান ক্ষেতে বিষ ছিটানোর সময় বিষপানকারী অজিউল্লাহ স্বেচ্ছায় বিষ পান করে অজ্ঞান হয়ে পড়েন।স্বজনেরা দ্রুত এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা আশংকাজনক অবস্থায় দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে প্রেরণ করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাবরিন জাহান জেসি বলেন, খুব সংকটাপন্ন অবস্থায় বিষপানকারী অজিউল্লাহ’কে হাসপাতালে নিয়ে আসেন তাঁর স্বজনেরা। অবস্থার অবনতি ঘটলে তাঁকে দ্রুত চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। নিহতের স্বজনেরা জানান,অজিউল্লাহ কে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পূর্বেই তিনি মারা যান।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, বিষয়টি পাঁচলাইশ থানা পুলিশ তদন্ত করছেন।