Logo
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:০৫ অপরাহ্ন

চমেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক:

বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক)  বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। তবে চালু আছে কলেজের অধীনে হাসপাতালের বিদ্যুৎ সংযোগ।

সোমবার (২৪ জুন) বেলা ১১টার দিকে মেডিকেল কলেজের একাংশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

পিডিবির জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. আকবর হোসেন বলেন, ‘হাসপাতাল ও কলেজের জন্য পৃথক দুটো মিটার রয়েছে। এরমধ্যে কলেজের প্রায় কোটি টাকার মতো বকেয়া রয়েছে। আর বিল বকেয়া থাকায় কলেজের এক অংশের (একাডেমিক ভবন) সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে এই মুহূর্তে কত টাকা বকেয়ার জন্য কলেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে তা আমার জানা নেই।

তিনি আরও বলেন, বকেয়া পরিশোধের জন্য গত এপ্রিল থেকে বিভিন্ন সময়ে আমরা তাদেরকে নোটিশ-চিঠি দিয়ে আসছি। কিন্তু এখনও তা পরিশোধে কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি। তাগাদা দিয়েও কাজ না হওয়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তাছাড়া এখন জুন ক্লোজিং তাই আমরাও চাপে আছি।

চমেক সূত্রে জানা যায়, কলেজ ও হাসপাতাল মিলে ছয় মাসের বিল বাবদ ১ কোটি ২৮ লাখ টাকা বকেয়া রয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে। এরমধ্যে কলেজের মিটারেই বকেয়া রয়েছে প্রায় ৬০ লাখ টাকা। তবে চমেক হাসপাতালে হাজার হাজার রোগী চিকিৎসাধীন থাকায় বকেয়া থাকলেও সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি।

একই প্রসঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বলেন, আমাদের ও কলেজের মিটার আলাদা। হাসপাতালের সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। আর কলেজের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় আজ সকালে সংযোগ বিছিন্ন করা হয়েছে। আমিও এখন ঢাকায় আছি। তাই বিস্তারিত কিছু জানতে পারিনি।

সিএসপি/বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ