চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশের গাছবাড়িয়ায় একটি চলন্ত সিএনজি অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে আগুনে দগ্ধ হয়ে চালক মারা গেছেন। তবে ওই অটোরিকশায় কোনও যাত্রী ছিল না বলে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছে।
সোমবার (২৫ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল চালক শওকত আলী পারভেজ বলেন, আমি ওই সিএনজির পেছনে ছিলাম। হঠাৎ করে ওই সিএনজির সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দাউ দাউ করে আগুন জ্বলছিল। সেই আগুনে চালক পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় নিহত চালকের তাৎক্ষণিক পরিচয় ও গাড়িটির সন্ধান মিলেনি।
সিএসপি/বিআরসি