রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বাংলাদেশ নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে।নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। চায়ের দোকানে, পাড়া-মহল্লায়, গ্রামে গ্রামে চলছে নির্বাচনী আমেজ। সাধারণ মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে এখন থেকে উচ্ছাস করতে দেখা গেছে।
গত ৩০ নভেম্বর ছিল মনোনয়ন জমা দানের শেষ দিন। চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনে ৮জন সংসদ সদস্য পদে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। যারা সংসদ সদস্য পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন তারা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ তথা নৌকা থেকে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, বর্তমান সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, স্বতন্ত্র পদে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি,সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম.এ মোতালেব সিআইপি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য,স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ আমম মিনহাজুর রহমান, বাংলাদেশ কল্যাণ প্রার্থী(হাত ঘড়ি) পদে অধ্যক্ষ মাওলানা সোলাইমান কাসেমি,জাতীয় পার্টি(জাপা) থেকে আবদুস ছালেম, তৃণমুল বিএনপি থেকে মোস্তাক আহমদ সবুজ, ইসলামী ঐক্য জোট থেকে মাওলানা মোঃ হারুন,বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট থেকে মোঃ জসিম উদ্দিন।
লোহাগাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল শুক্কুর জানান, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে সংসদ সদস্য পদে ইতিমধ্যে ৮জন মনোনয়ন ফরম রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়েছেন। উৎসবমূখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সংসদ সদস্য পদে প্রার্থীদের কে আচরণ বিধি মেনে কাজ করার নির্দেশনা প্রদান করেন।