মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
চুনতিতে ট্রেনের ধাক্কায় আহত বন্যহাতি! বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে বড়হাতিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন ও সুধী সমাবেশ লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরী লোহাগাড়ায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী লোহাগাড়ায় পূজা মন্ডপ পরিদর্শনে জামায়াত নেতারা লোহাগাড়ায় পূজা মণ্ডপ পরিদর্শন পরিদর্শনে বিএনপির নেতারা শফিকুর রহমান একজন আদর্শবান শিক্ষক, তাঁর শূন্যাতা সহজে পূরণ হবেনা লোহাগাড়ায় পূজা মন্ডপ পরিদর্শনে উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন

চট্টগ্রাম-১৫ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন ৮জন সংসদ সদস্য প্রার্থী

রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বাংলাদেশ নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে।নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। চায়ের দোকানে, পাড়া-মহল্লায়, গ্রামে গ্রামে চলছে নির্বাচনী আমেজ। সাধারণ মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে এখন থেকে উচ্ছাস করতে দেখা গেছে।

গত ৩০ নভেম্বর ছিল মনোনয়ন জমা দানের শেষ দিন। চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনে ৮জন সংসদ সদস্য পদে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। যারা সংসদ সদস্য পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন তারা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ তথা নৌকা থেকে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, বর্তমান সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, স্বতন্ত্র পদে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি,সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম.এ মোতালেব সিআইপি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য,স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ আমম মিনহাজুর রহমান, বাংলাদেশ কল্যাণ প্রার্থী(হাত ঘড়ি) পদে অধ্যক্ষ মাওলানা সোলাইমান কাসেমি,জাতীয় পার্টি(জাপা) থেকে আবদুস ছালেম, তৃণমুল বিএনপি থেকে মোস্তাক আহমদ সবুজ, ইসলামী ঐক্য জোট থেকে মাওলানা মোঃ হারুন,বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট থেকে মোঃ জসিম উদ্দিন।
লোহাগাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল শুক্কুর জানান, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে সংসদ সদস্য পদে ইতিমধ্যে ৮জন মনোনয়ন ফরম রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়েছেন। উৎসবমূখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সংসদ সদস্য পদে প্রার্থীদের কে আচরণ বিধি মেনে কাজ করার নির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ