চট্টগ্রাম চাইনিজ মার্শাল আর্ট উশু একাডেমির ফ্রি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ ১৬/০৬/২০২৩ রোজ শুক্রবার বিকালে চট্টগ্রাম রাইফেল ক্লাবে বাংলাদেশ উশু ফেডারেশনের অধিনে চট্টগ্রাম চাইনিজ মার্শাল উশু একাডেমির উদ্যাগে আত্মরক্ষা মূলক ৭ দিনব্যাপী ফ্রী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত হয়েছে। এই সাতদিন ব্যাপী উশু প্রশিক্ষণে শারীরিক ফিটনেস, বিভিন্ন রোগ-প্রতিরোধ ক্ষমতা ও আত্মরক্ষামূলক নানা কাজে উপকৃত হবে বলে মনে করেন শিক্ষার্থী এবং অভিবাবকরা, অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন এই ধরনের প্রশিক্ষণ দীর্ঘ মেয়াদে অনুশীলনের মাধ্যমে বর্তমান সমাজে মাদক সেবন, মোবাইল আসক্ত, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড থেকে সরিয়ে আসতে এইধরনের খেলাধুলা এবং প্রশিক্ষণ বিশেষ ভূমিকা রাখবে, তাই অবিভাবকদের উচিত তাদের সন্তানদের কে এই ধরনের প্রশিক্ষণ করার জন্য উৎসাহিত করা, তাহলে তাদের সন্তানদের সুন্দর একটি ভবিষ্যৎ দেখতে পাবে। নগরীর চট্টগ্রাম রাইফেল ক্লাবে চাইনিজ মার্শাল আর্ট উশু একাডেমির ও চট্টগ্রাম রাইফেল ক্লাবের উশুর প্রধান প্রশিক্ষক নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগ্রবাদ লাকী প্লাজা স্বত্বাধিকারী ও কনসোর্টিয়াম লিমিটেডের চেয়ারম্যান, জনাব জাহিদ হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রাইফেল ক্লাবের যুগ্ম সম্পাদক জনাব সামির বকস্, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আন্তর্জাতিক উশুর জাজ এবং কোচ ড. মোহাম্মদ শফি, জাতীয় উশুর জাজ এবং কোচ, আবতাফ ফারহান সহ জাতীয় উশু খেলোয়াড় ও অংশ গ্রহণকারী সকল শিক্ষার্থী ও অবিভাবকরা। পরে জাতীয় উশু প্রতিযোগিতা অংশ গ্রহণকারী সকলকে চট্টগ্রাম রাইফেল ক্লাব এর পক্ষ থেকে ক্রেস্ট ও জাতীয় সার্টিফিকেট এর মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়, এবং পরে সাতদিন ব্যাপী আত্মরক্ষার ফ্রী প্রশিক্ষণ কর্মশালায় অংশগণহণকারী বিভিন্ন স্কুল ও কলেজের প্রায় ১শ জন শিক্ষার্থীদের মাঝে সার্টিফেকেট প্রদান করা হয়।