Logo
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ন

চট্টগ্রাম মহানগর আ. লীগের সম্মেলন অক্টোবরে

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম মহানগরে আওয়ামী লীগের সকল ইউনিট, ওয়ার্ড ও থানা কমিটির সম্মেলন চলতি সপ্তাহ থেকে শুরু হবে। এ সম্মেলন আগামী ৩১ জুলাইয়ের মধ্যে শেষ করার কথা রয়েছে। এছাড়াও আগামী অক্টোবরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

রোববার (১৯ মে) কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সকাল সাড়ে ১০টায় নগরের কাজির দেউড়ির সেনা কল্যাণ কনভেনশন সেন্টারে সভা আরম্ভ হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত।

সভায় জানানো হয়, এসব সম্মেলনে নতুন নেতৃত্বও নির্বাচন করা হবে। তৃণমূলের এসব সম্মেলন শেষে চলতি বছরের অক্টোবরে হবে মহানগর আওয়ামী লীগের বহু প্রতীক্ষিত ত্রিবার্ষিক সম্মেলন।

সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ এমপি এবং আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

সিএসপি/বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ