‘চট্টগ্রাম ফাউন্ডেশন’ এর গঠনতন্ত্র, কার্যবিধি প্রণয়ন সংক্রান্ত একটি সভা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১২ টার দিকে অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত সদস্যগণের সামনে চট্টগ্রাম ফাউন্ডেশনের গঠন ও কার্যাবলির উপর একটি প্রেজেন্টেশন প্রদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাদি উর রহিম জাদিদ।
পরে সভায় উপস্থিত সদস্যগণ ফাউন্ডেশনের উক্ত ধারণার ওপর তাদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন।
এসময় জেলা পরিষদ চট্টগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসকগণ, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকতাগণ, সাংবাদিক ও ছাত্র প্রতিনিধি ও রেড ক্রিসেন্টের সম্পাদক তাদের মতামত তুলে ধরে বক্তব্য রাখেন।
সকলেই চট্টগ্রাম ফাউন্ডেশন গঠনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং এই সংগঠনের সাথে যুক্ত থেকে এটিকে বাস্তবায়ন এবং একটি কার্যকরি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বলেন, সংগঠনটি আপামর জনগণের উন্নয়নের জন্য কাজ করে যাবে এবং শুধু চট্টগ্রাম নয় সারা বাংলাদেশে নজির স্থাপন করবে।
সবশেষে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ফরিদা খানম সংগঠনকে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে তার মূল্যবান নির্দেশনা প্রদান করেন।
সভায় চট্টগ্রামের সকল পৌরসভার প্রশাসক ও উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তগন, সহকারী কমিশনার (ভূমি)গণ, জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রামের অন্যান্য কর্মকর্তাগণ, জেলা রোভার স্কাউট এবং মেট্রো রোভার স্কাউট এর প্রতিনিধি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।