সিএসপি ডেস্ক:
বিভিন্ন রেকর্ড পর্যালোচনার ভিত্তিতে ১৯৬২ সালের ৬ জুন চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর তারিখ নির্ধারণ করা হয়েছে। এ দিনটিকে ‘চট্টগ্রাম প্রেস ক্লাব দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে দৈনিক আজাদী কার্যালয়ে অনুষ্ঠিত ইতিহাস প্রণয়ন উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং ইতিহাস প্রণয়ন উপ-কমিটির আহ্বায়ক এমএ মালেক।
উপ-কমিটির সভায় অংশ নেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, ইতিহাস প্রণয়ন উপ-কমিটির যুগ্ম আহ্বায়ক জসীম চৌধুরী সবুজ, উপ-কমিটির সদস্য মইনুদ্দীন কাদেরী শওকত, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদ উল আলম, অঞ্জন কুমার সেন, মুহাম্মদ শামসুল হক এবং উপ-কমিটির সচিব ও চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান ও কার্যকরী সদস্য মঞ্জুরুল আলম মঞ্জু।
সভায় চট্টগ্রাম প্রেস ক্লাবের হীরক জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক হিসেবে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেকের নাম প্রস্তাব করা হয়।
উল্লেখ্য, চট্টগ্রাম প্রেস ক্লাবের সর্বশেষ সাধারণ সভায় ইতিহাস প্রণয়ন উপ-কমিটিকে প্রতিষ্ঠা বার্ষিকীর তারিখ নির্ধারণের দায়িত্ব দেয়া হয়েছে।
সিএসপি/বিআরসি