মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
চুনতিতে ট্রেনের ধাক্কায় আহত বন্যহাতি! বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে বড়হাতিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন ও সুধী সমাবেশ লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরী লোহাগাড়ায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী লোহাগাড়ায় পূজা মন্ডপ পরিদর্শনে জামায়াত নেতারা লোহাগাড়ায় পূজা মণ্ডপ পরিদর্শন পরিদর্শনে বিএনপির নেতারা শফিকুর রহমান একজন আদর্শবান শিক্ষক, তাঁর শূন্যাতা সহজে পূরণ হবেনা লোহাগাড়ায় পূজা মন্ডপ পরিদর্শনে উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন

চট্টগ্রাম প্রেসক্লাবের নতুন সভাপতি সালাহউদ্দিন রেজা, সম্পাদক দেবদুলাল

চট্টগ্রাম প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির ২০২২-২৩ মেয়াদের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইত্তেফাকের ব্যুরো প্রধান সালাহউদ্দিন মো. রেজা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বদেশের সিনিয়র সহ সম্পাদক দেবদুলাল ভৌমিক। এবারের নির্বাচনে সর্বোচ্চ ১৯১ ভোট পেয়েছেন ক্রীড়া সম্পাদক সোহেল সরওয়ার।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত সেটি বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে ১৫টি পদে মোট ২৫৬ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান সালাহউদ্দিন মো. রেজা ৯৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চট্টগ্রাম ব্যুরো প্রধান কলিম সরওয়ার পেয়েছেন ৯৩ ভোট। এছাড়া বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান রিয়াজ হায়দার চৌধুরী ৩৬ ভোট এবং প্রতিদিনের সংবাদের ব্যুরো প্রধান কাজী আবুল মনসুর ৩০ ভোট পেয়েছেন।

সিনিয়র সহ সভাপতি পদে চ্যানেল আইয়ের ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ ১৭৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খোরশেদ আলম পেয়েছেন ৭৫ ভোট।

সহ সভাপতি পদে এটিএন বাংলার মনজুর কাদের মনজু ১২৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক সুপ্রভাতের স ম ইব্রাহীম পেয়েছেন ৬৮ ভোট। এছাড়া দৈনিক সংবাদের নিরুপম দাশগুপ্ত পেয়েছেন ৪৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে পূর্বদেশের সিনিয়র সহ সম্পাদক দেবদুলাল ভৌমিক ৭৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বৈশাখী টিভির ব্যুরো প্রধান মহসীন চৌধুরী পেয়েছেন ৭১ ভোট। এছাড়া নজরুল ইসলাম ৬৩ ভোট এবং মহসীন কাজী পেয়েছেন ৪২ ভোট।

যুগ্ম সম্পাদক পদে যুগান্তরের ব্যুরো প্রধান শহীদুল্লাহ শাহরিয়ার ১৫০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিডিনিউজের মিন্টু চৌধুরী পেয়েছেন ১০০ ভোট।

অর্থ সম্পাদক পদে রাশেদ মাহমুদ ১২৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক তাহের পেয়েছেন ৯৪ ভোট। এছাড়া তাপস বড়ুয়া রুমু পেয়েছেন ৩৩ ভোট।

সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক সমকালের সিনিয়র সহ সম্পাদক নাসির উদ্দিন হায়দার ১৪৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী রূপম চক্রবর্তী পেয়েছেন ১০২ ভোট।

ক্রীড়া সম্পাদক পদে বাংলানিউজের সিনিয়র আলোকচিত্রী সোহেল সরওয়ার পেয়েছেন ১৯১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ফারুক ৫৯ ভোট পেয়েছেন।

গ্রন্থাগার সম্পাদক পদে দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার কুতুব উদ্দিন ৮০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রতিদিনের সংবাদের মো. শহীদুল ইসলাম পেয়েছেন ৭১ ভোট। এছাড়া দৈনিক আজাদীর মোরশেদ তালুকদার ৬১ ভোট এবং পূর্বকোণের শওকত ওসমান ৩২ ভোট পেয়েছেন।

সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক পদে বাংলানিউজের সিনিয়র রিপোর্টার আল রাহমান ১২৩ ভোট পেয়ে জিতেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী পূর্বদেশের স্টাফ রিপোর্টার রাহুল দাশ পেয়েছেন ৬৩ ভোট।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে খোরশেদুল আলম শামীম ১৮৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলীউর রহমান পেয়েছেন ৬১ ভোট।

এছাড়া কার্যকরী সদস্য পদে জসীম চৌধুরী সবুজ ১৭২ ভোট, মোয়াজ্জেমুল হক ১৫২ ভোট, আইয়ুব আলী ১২৫ ভোট এবং মনজুরুল আলম মঞ্জু ১১৩ ভোট পেয়ে জিতেছেন। এছাড়া আবসার মাহফুজ ১০৬ ভোট, রতন কান্তি দেবাশীষ ৭৩ ভোট, স্বপন মল্লিক ৬৬ ভোট পেয়েছেন।

এর আগে ১৪ ও ১৫ ডিসেম্বর বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র প্রদান, ১৭ ডিসেম্বর বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ, ১৮ ডিসেম্বর বিকেল ৩টায় খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, ১৯ ডিসেম্বর বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার এবং ২০ ডিসেম্বর দুপুর ১২টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

কমিশনার ওমর কায়সারের নেতৃত্বে নির্বাচন পরিচালনা করেন মো. নিযাম উদ্দিন, জালাল উদ্দিন আহমদ চৌধুরী, জাকির হোসেন লুলু ও শেখর ত্রিপাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ