Logo
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:২১ অপরাহ্ন

চট্টগ্রাম নগরীর  হালিশহর থেকে ৫০০ বস্তা চিনি জব্দ

চট্টগ্রাম নগরীর হালিশহরের সততা ট্রেডার্স নামের এক প্রতিষ্ঠান থেকে ৫০০ বস্তা চিনি জব্দ করেছে ভোক্তা অধিকার। এসময় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রতিষ্ঠানটি ৯০ টাকা দরে কেনা চিনি ১০৭ টাকা দরে বিক্রি করছিল। যদিও সরকার গত ১৮ নভেম্বর চিনি খুচরা মূল্য ১০২ টাকা বেধে দেয়।
চট্টগ্রাম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজউল্লাহ বলেন, এ দোকানের মালিক আগের কেনা ৪ হাজার ৫০০ টাকা বস্তার চিনির দাম বাড়িয়ে বিক্রি করছিলেন। এক কেজি চিনির দাম ৯০ টাকা হওয়ার কথা; তিনি তা ১১০ টাকা করে বিক্রি করছেন। তিনি ভাউচার না নিয়ে ব্যবসা করেন, মানে ভবিষ্যতেও তার এমন করার ইচ্ছা আছে।
ভোক্তা অধিকার জানায়, কারখানা থেকে ডিলাররা ডিও কেটে রেখেও ছাড় নেন না। দাম বাড়লেই বেশি টাকা হাতিয়ে নিতে কারখানা থেকে আগের কেনা চিনি গুদামে তুলেন ডিলার ও পাইকাররা।
সংস্থাটির চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান বলেন, এই বিক্রেতা যদি পাইকারিতেই এত টাকায় বিক্রি করেন, তাহলে খুচরাতে গিয়ে তো দাম আরও বেড়ে যাবে। এ ব্যবসায়ী দাম বাড়িয়ে যে বাজার কারসাজি করছিলেন তার বিরুদ্ধে আজ সতর্ক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ